• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মোটরসাইকেল চুরি করে গিয়ে গণধোলাই খেল পৌর কাউন্সিলর

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৫:১৫ | আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:১৯
ঠাকুরগাঁও প্রতিনিধি
কাউন্সিলর আব্দুর রাজ্জাক

ঠাকুরগাঁওয়ে তারাবির নামাজের সময় মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগণের কাছে হাতে ধরা পড়েছেন রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)। গণধোলাইয়ের পর অভিযুক্ত কাউন্সিলরকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শনিবার (১৬ এপ্রিল) রাতে জেলা পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫ টি মামলা রয়েছে।

আব্দুর রাজ্জাক রাণীশংকৈল উপজেলারে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

জনৈক এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক। এরপর গণধোলাই দিয়ে তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। আজ রাজ্জাককে আদালতে পাঠানো হবে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচএম/জেএস

ঠাকুরগাঁও

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close