• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্বিগুণ লাভে পোশাক বিক্রি, ফেনীর ফলো ফ্যাশনকে জরিমানা

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ১৫:২৫ | আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫:৪৩
ফেনী প্রতিনিধি

ফেনীতে দ্বিগুণ মুনাফায় পাঞ্জাবি বিক্রি করায় একটি শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফেনীতে বিভিন্ন শোরুমে অতিরিক্ত মুনাফায় পোশাক বিক্রি করা হচ্ছে। এ অভিযোগ পেয়ে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফলো ফ্যাশন অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, শোরুমে বিক্রির জন্য প্রদর্শনীতে থাকা ১৪০০ টাকার প্যান্ট ২৪০০ টাকা, ১১০০ টাকার পাঞ্জাবি ২৫০০ টাকাসহ প্রায় প্রতিটি পোশাকে ক্রয় মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোহেল চাকমা বলেন, প্রতিটি পণ্যে এত বেশি মুনাফা করা অযৌক্তিক এবং অন্যায়। দ্বিগুণ মুনাফা নেওয়ায় ওই শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঈদের বাজারে প্রতিদিনই বস্ত্র-জুতাসহ বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এএম/এনএন

ফলো ফ্যাশন,ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close