• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, বাবা-ছেলে আটক

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ১৫:৫১
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আটককৃতরা হলেন- সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েকদিন আগে তারা নোয়াখালীর সমাজসেবা অধিদপ্তরের ভুয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন করে। আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজসেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জিইউ/এনএন

নোয়াখালী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close