• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় নিহত ১, আহত ৪

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১৫:১৬ | আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:২১
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ উপড়ে শিশু মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মিয়ার বাড়ি বাঙ্গরা থানার খোশঘর গ্রামে। আহতরা হলেন, অটোরিকশাচালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

চালকের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড়ে। আহত অন্যদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৭টার দিকে অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিলেন ওই পাঁচজন। এ সময় শলফা এলাকায় পৌঁছালে ঝড়ের মধ্যে একটি গাছ অটোরিকশার ওপর উপড়ে পড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন ও গুরুতর তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পূর্বপশ্চিমবিডি/এমএ/জেএস

কুমিল্লা,কালবৈশাখী ঝড়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close