• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে বিভিন্ন অনিয়ম পেয়েছে দুদক

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১৫:৩০ | আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:৩৬
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের পাসপোর্ট অফিসে অনিয়মের খবর পেয়ে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, একাধিক অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের সজেকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের মোবাইল ফোন এর কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজ এর অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। এতে একজন একাউন্টেন্ট ও চারজন আনসার সদস্যের মােবাইলে বহিরাগতদের সাথে যােগাযােগ ও টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।

অভিযান পরিচালনাকালে পাসপোর্ট অফিসে প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট একজন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তরিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

পূর্বপশ্চিমবিডি/এমসি/জেএস

মৌলভীবাজার,দুদক,পাসপোর্ট অফিস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close