• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ২১:২৮
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

রোববার (২৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় ২৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরুর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এসকিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, ঈদের সময় ছুটি বাড়ানোর কথা বলে শুক্রবার ছুটির দিনেও বিগত সময়ে কাজ করানো হয়েছে। কিন্তু এখন তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।

শিল্প পুলিশের এসআই জুলফিকার আলী বলেন, শ্রমিক বিক্ষোভে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে শিল্প পুলিশ ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

পূর্বপশ্চিম/এএইচ/এনএন

অবরোধ,ময়মনসিংহ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close