• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ঈদে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২৪ ঘণ্টা চলবে ফেরি

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২২, ০০:২২
অনলাইন ডেস্ক

লাখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় আট মাস ধরে বন্ধ থাকা ফেরি মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে পরীক্ষামূলক চলবে। এটা সফল হলে আগামীকাল থেকে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে।

মঙ্গলবার বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

এই কর্মকর্তা বলেন, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪, ১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯,২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে পারাপার নিশ্চতকরণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে মঙ্গলবার বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়।

মঙ্গলবার দুপুরে শিমুলিয়া ড্রেজার বেইজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

সভায় বক্তারা ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বেশকিছু পরামর্শ ও নির্দেশনা দেন।

জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শিলু রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, লৌহজং ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম সফিকুল ইসলাম, শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা সাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

পূর্ব পশ্চিম/জেআর

ফেরি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close