• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ধামরাইয়ে অবৈধ পার্কিং টোল আদায়, মেয়রকে শোকজ

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ২১:২৯
ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পৌরসভা এলাকার সড়কে চলমান গাড়ি থেকে ইজারাদারদের নামে পার্কিং টোল আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পার্কিং টোল আদায় বন্ধে ২০১৫ সালের ৩রা ডিসেম্বর সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করার ঘটনায় মেয়রকে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশে বলা হয়, ধামরাই পৌরসভার ইজারাদারের নাম দিয়ে মহাসড়কে ইজারা বিজ্ঞপ্তি ও সড়কে চলমান গাড়ি থেকে পার্কিং টোল তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই অর্থ আদায় বন্ধ করে ও বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়।

আরেক নির্দেশনায় বলা হয়, ধামরাই পৌরসভায় চলমান গাড়ি থেকে ইজারাদাররা যে অর্থ আদায় করা হচ্ছে তাতে ২০১৫ সালের ৩রা ডিসেম্বর সরকারের দেয়া নির্দেশনা অমান্য করা হয়েছে। এবিষয়ে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে মেয়রকে জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ধামরাই পৌরসভার সড়কে কোন ইজারা না দেয়া হলেও অভিযোগ রয়েছে পৌরসভার মেয়রের অনুসারীরা পার্কিং ইজারার নাম করে চাঁদা তুলে থাকে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এআইএস/জেএস

ধামরাই

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close