• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিনাজপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২২, ১৮:১৫
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় বজ্রপাতে শাহ আলম (৫০) ও মাজেদা বেগম (৪০) নামে দু্ইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর ও একই উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গনির ছেলে শাহ আলম (৫০) ও আঙ্গারপাড়া ইউনয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শাহ আলম। হঠাৎ বজ্রপাতে স্ত্রীসহ তিনি ঝলসে যান। স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

একই সময়ে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মাজেদা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদাকে মৃত ঘোষণা করেন। এ সময় দুটি গরু ও একটি ছাগলও মারা গেছে।

দিনাজপুর খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ গ্রাম পুলিশ মারফত জানতে পেরেছি। এ ব্যাপারে পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে ।

পূর্বপশ্চিমবিডি/এসএম/এনজে

বজ্রপাত,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close