• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঈদে স্ত্রী-সন্তানদের কাছে ফেরা হলো না আশরাফুলের

প্রকাশ:  ০১ মে ২০২২, ১৫:২৭ | আপডেট : ০১ মে ২০২২, ১৫:৩৩
খুলনা প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের কাছে পদ্মা নদী থেকে আশরাফুল আলম মিঠু (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মে) সকালে লঞ্চঘাটের উল্টোপাশে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২৯ এপ্রিল মাওয়ায় লঞ্চ থেকে নিখোঁজ হন তিনি।

নিহত মিঠু ঢাকার সবুজবাগের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী। তার স্থায়ী বাড়ি খুলনার সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা নবীনগর মোড় এলাকায়।

জানা যায়, গত ২/৩বছর ধরে ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন আশরাফুল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রী সন্তানদের কাছে ফিরছিলেন তিনি। ২৯ এপ্রিল ফাল্গুনী পরিবহনের যাত্রী হয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন আশরাফুল। মাওয়ায় নদী পার হতে লঞ্চে ওঠেন তিনি। এরপর পাশের সিটের যাত্রীর কাছে নিজের ব্যাগ রেখে লঞ্চের পেছনে গিয়ে আর ফেরেননি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক চুন্নু মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চঘাটের উল্টোপাশে পদ্মা নদীতে বিআইডব্লিউটিসির নোঙর করা জাহাজের কাছে একটি লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে নৌপুলিশ।

তিনি আরও জানান, লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাকে শনাক্ত করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/জেএস

মুন্সীগঞ্জ,খুলনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close