• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

শেষ মুহূর্তে শান্ত পাটুরিয়া ফেরিঘাট

প্রকাশ:  ০২ মে ২০২২, ১১:৫২
মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের আর মাত্র একদিন বাকি। প্রতি বছর এ সময় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। রোববার ঘাটে পুরনো চিত্র দেখা গেলেও আজকের চিত্র একদম ভিন্ন।

সোমবার (০২ মে) ঘাটে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। প্রতিবার মানুষ ফেরির জন্য অপেক্ষায় থাকলেও আজ ফেরি মানুষের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ভোর বেলা থেকেই যানবাহনের চাপ কমে আসায় এখন যানবাহন পারের অপেক্ষায় ফেরিগুলো অপেক্ষায় রয়েছে। তবে যে কয়টি যাত্রীবাহী যানবাহন ঘাট এলাকায় আসছে ওই সকল যানবাহন সরাসরি ফেরিতে উঠছে এবং পদ্মানদী পার হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ঘাট এলাকায় অপেক্ষাকৃত কোনো সাধারণ পণ্য বোঝাই ট্রাকও নাই। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ২১টি ফেরি যানবাহন ও মানুষ পারাপারের কাজে নিয়োজিত রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট,বিআইডব্লিউটিসি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close