• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

দুই গ্রুপের সংঘর্ষে আ.লীগ নেতা নিহত, আহত ১৭

প্রকাশ:  ০৩ মে ২০২২, ১৬:৫০
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কুদ্দুস বেপারী নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও ১৭ জন আহত হয়েছে।

মঙ্গলবার (০৩ মে) সকালে ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের মজুমদ্দার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস বেপারী চিতলিয়া ইউনিয়নের মজুমদ্দার কান্দি গ্রামের বাসিন্দা ও চিতলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে চিতলিয়া ইউনিয়নের মজুমদ্দার কান্দি গ্রামের ঈদের জামাত শেষে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার ও থানা আওয়ামী লীগের সহ সভাপতি হারুন হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস বেপারীসহ প্রায় ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কুদ্দুস বেপারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার হোসেন জানান, চিতলিয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনডি/এনজে

সংঘর্ষ,নিহত,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close