• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৯

প্রকাশ:  ০৪ মে ২০২২, ১৩:০৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে তরমুজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন ।

বুধবার (০৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি কেবিসি কারখানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আরিচাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী দুটি বাস পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালকরা। এক পর্যায়ে ঢাকাগামী তরমুজবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালকসহ ২০ জন আহত হন। পরে গুরুতর আহত বাস চালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

মুখোমুখি,সংঘর্ষ,নিহত,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close