• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিয়ের নামে ২৫ পরিবারের অর্থ হাতিয়ে নিয়েছে তারা

প্রকাশ:  ০৮ মে ২০২২, ১৮:১৭
নিজস্ব প্রতিবেদক

বিয়ের নামে প্রতারণার মাধ্যমে প্রায় ২৫টি পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মে) ভোর রাতে যশোর সদরের নরেন্দ্রপুর থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মণিরামপুর উপজেলার মুনসেফপুর গ্রামের আফসার গাজীর ছেলে মিজানুর রহমান গাজী (৩৫) এবং তার দুই সহযোগী ইব্রাহিম ওরফে কালু ঘটক (৪৫) ও মকবুল গাজী (৪০)।

ঘটনার বর্ণনা দিয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক বি এম আলমগীর হোসেন বলেন, ওই চক্রটি গ্রামাঞ্চলে বিত্তশালীদের বিবাহযোগ্য মেয়েদের তথ্য সংগ্রহ করতো। এরপর মোবাইল ফোনের মাধ্যমে চক্রের হোতা মিজানুর গাজী সেই পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। তিনি কখনো নিজেকে সেনা সদস্য, কখন বিজিবি, কখনো পুলিশ আবার কখনো ব্যবসায়ী বলে পরিচয় দিতেন। মোবাইল ফোনে আলোচনা করে বিয়ের প্রস্তুতিও পাকা করে ফেলতেন। এরপর ‘বিপদে পড়েছেন’, ‘অনেক বড় ক্ষতি হয়ে যাবে’ ইত্যাদি নানা বাহানায় নগদ টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার এসব কাজে সহযোগিতা করতেন কালু ঘটক ও মকবুল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চক্রটি এ পর্যন্ত ২৪-২৫টি পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের এক পরিবারের কাছ একই কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

বিয়ের নামে,অর্থ হাতিয়ে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close