• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ট্রাক্টর

প্রকাশ:  ০৯ মে ২০২২, ১৫:০২
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলার বিদ্যাগঞ্জের বারকাহনিয়া এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। সোমবার (৯ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, সকালে ওই এলাকার রেলসড়ক দিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর পার হচ্ছিলো। এসময় দূর থেকে ট্রেন আসতে দেখে মাহিন্দ্রাচালক ও হেলপার রেললাইনের ওপর ট্রাক্টরটি রেখে সরে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ১০-১৫ মিনিট সেখানে দাঁড়িয়ে ছিলো। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি সরিয়ে ট্রেন ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই সুরঞ্জন তালুকদার বলেন, ওসি সাহেব ছুটিতে আছেন, আমি দায়িত্বে আছি। শুনেছি বিদ্যাগঞ্জে ছোট একটি দুর্ঘটনা ঘটেছে।

জামালপুর রেলওয়ে পুলিশের এসআই মিলন বলেন, ওই দুর্ঘটনা বিষয়টি আমাদের জানা নেই। শুনেছি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি বিদ্যাগঞ্জে দুর্ঘটনায় পড়ে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ময়মনসিংহ,ট্রাক্টর,ধাক্কা,ব্রহ্মপুত্র এক্সপ্রেস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close