• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

খুলনায় দেয়াল ধসে তিন শিশু আহত

প্রকাশ:  ১৩ মে ২০২২, ১৬:৩০ | আপডেট : ১৩ মে ২০২২, ১৬:৪০
খুলনা প্রতিনিধি

খুলনায় ওজোপাডিকো’র দেয়াল ধসে ৩ শিশু আহতের ঘটনা ঘটেছে। দুই জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর করিমনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

আহতরা হলো, করিমনগর এলাকার মিঠুর ছেলে তামিম (৬), একই এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি। এদের মধ্যে তামিম ও ইয়ামিনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাব্বিকে বাড়িতে পাঠিয়েছেন ডাক্তাররা।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউন কোম্পানীর (ওজোপাডিকো) প্রধান কার্যালয় নগরীর করিমনগর এলাকায় অবস্থিত। ওই অফিসের পেছনের দেয়াল অনেক পুরাতন। এটি জরাজীর্ণ হয়ে গেছে। এর আগে স্থানীয়রা কর্তৃপক্ষকে প্রাচীরটি সংস্কার করার জন্য বারবার অনুরোধ করেছেন।

শুক্রবার সকালে ওই তিন শিশু অফিসের পিছনের একটি রাস্তায় খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙে তাদের গায়ের ওপরে পড়ে। এ সময় তামিম ও ইয়ামিন আঘাত প্রাপ্ত হয়। তামিমের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে খুমেক হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিশু ইয়ামিনের পিতা মাসুদ রানা জানান, ওজোপাডিকো কর্তৃপক্ষকে তারা কয়েক দফায় প্রাচীরটি সংস্কারের বিষয়ে অনুরোধ জানিয়েছেন। তারা তাদের কথায় কর্ণপাত করেনি। আজ এখানে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়নি। ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

দেয়াল ধসে,শিশু,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close