• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ২১ মে ২০২২, ১৬:০৫
খুলনা প্রতিনিধি

খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রেজাউল করীম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) সকালে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনের একটি বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

মৃত রেজাউল খুলনার কয়রা উপজেলার মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত. হোসেন সরদারের ছেলে।

জানা যায়, মিস্ত্রীপাড়া বাজারের পেছনের জনৈক আমিনুরের বাড়িতে ভবনের তৃতীয় তলা নির্মাণের কাজ করছিলেন রেজাউল। বাইরের পাশে বাঁশ বেঁধে ইট গাঁথুনির কাজ করছিলেন তিনি। এসময় অসাবধানতা বসত পা পিছলে নিচে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

তাৎক্ষণিক তার অন্যান্য সহযোগীরা তাকে উদ্ধার করে। তার দুই কান দিয়ে অনবরত রক্ত পড়তে দেখে সহযোগীরা তাকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। এ ব্যাপারে খুলনা থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

খুলনা থানায় অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, নিহত ব্যক্তি ইট গাঁথুনীর কাজ করছিলেন। অসাবধানতার কারণে উপর থেকে পা পিছলে পড়ে যান তিনি। এরপর সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে খুলনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

নির্মাণাধীন ভবন থেকে,পড়ে,শ্রমিকের মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close