• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ:  ২৫ মে ২০২২, ১২:৩২
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মানিক ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির উল্লাহ পন্ডিত বাড়ির বাসিন্দা।

জানা যায়, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তখন কৈ মাছ শিকারের জন্য টেঁটা নিয়ে মানিক ঘর থেকে বের হয়। এ সময় বজ্রাঘাতে তিনি মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শিপন মোল্লা বলেন, ঝড়-বৃষ্টিতে মাছ শিকার করা মানিকের সখ ছিল। মাছ শিকারে বের হয়েই বজ্রপাতে তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মানিকের মরদেহ বাড়িতে রাখা হয়েছে।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

মাছ ধরতে গিয়ে,বজ্রপাতে,কৃষকের মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close