• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুদ্ধাপরাধ মামলায় খুলনার নাজের আলীর জামিন

প্রকাশ:  ২৫ মে ২০২২, ১৬:১৯
খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ার মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বাস্থ্যগত কারণে নাজের আলী ফকিরকে (৬৮) জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৫ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

নাজের আলী ছাড়াও অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর সরদার (৬৭ ), রওশন আলী গাজী (৭২) ও সোহরাব হোসেন সরদার (৬২)।

১৯৭১ সালের ১৮ মে আসামিরা খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রাম থেকে মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নেওয়া আনু মোল্লা ওরফে আজিজ শেখ, মজিদ বিশ্বাস, সাহেব আলী, শামসুল মোল্লা, ইমাম শেখ, আমজাদ সরদার, আব্দুল লতিফ মোড়ল ও কাওসার শেখসহ ৯ জনকে ধরে নির্যাতন করতে করতে রানাই এলাকার বকুলতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাদেরকে গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেয়। ঘটনাক্রমে নদী থেকে জীবন নিয়ে একজন পালিয়ে আসতে সক্ষম হন।

ওই ঘটনায় খর্নিয়া গ্রামের লিয়াকত আলী গাজী বাদী হয়ে চলতি বছরের ১ জানুয়ারি ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে।

মামলার তদন্ত কর্মকর্তা আরো বলেন, হত্যা মামলার তদন্তকালে হত্যাকারীদের বিরুদ্ধে আরো ৪/৫টি অভিযোগ পাওয়া গেছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

যুদ্ধাপরাধ মামলা,নাজের আলী,জামিন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close