• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

নীলফামারীতে স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশ:  ২৬ মে ২০২২, ১২:৫৯
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নদী পারাপারের সময় স্রোতে ভেসে গিয়ে সজিব ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড়বোন লিসাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা হাজিটারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সজিব ওই এলাকার অলিজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বড় বোন লিসার সঙ্গে কলার ভেলায় করে নদী পারাপার হচ্ছিল সজীব। এ সময় হঠাৎ করে ভেলা নদীর পানিতে উল্টে গেলে দুই ভাইবোন তলিয়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে নদীতে নেমে জীবিত অবস্থায় লিসাকে উদ্ধার করলেও সজিবকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজিবের মরদেহ ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারটিকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

স্রোতে ভেসে গিয়ে,শিশুর মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close