• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

জেএমবির ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ:  ৩১ মে ২০২২, ১৫:০৫
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে দুটি মামলায় বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. নুরুজ্জামান।

আসামিদের মধ্যে দুজনকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অপর একটি মামলায় পাঁচ আসামিকেই দেয়া হয়েছে ১০ বছর করে কারাদণ্ড। এ ছাড়া প্রত্যেককে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন হাসান ওরফে মো. লাল ও আসমত আলী লাল্টু। এ ছাড়া ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে ওই দুজনসহ সাফিউল ইসলাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেনকে।

দণ্ডিতদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে।

এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩১ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

জেএমবির,৫ সদস্যকে,বিভিন্ন মেয়াদে,সাজা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close