• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ:  ০৭ জুন ২০২২, ১২:৫২
বেনাপোল প্রতিনিধি

জাতীয় রাজস্ববোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল স্থল বন্দরে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টা থেকে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সিএন্ডএফ এজেন্টবৃন্দের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ কর্ম বিরতি পালিত হচ্ছে।

এ কর্ম বিরতি চলছে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, সোনামসজিদ, ভোমরা, বাংলাহিলি, বিলোনিয়া, আখাউড়া, টেকনাফ ও বুড়িমারি সহ সকল বন্দরে।

এ সময় বক্তারা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে একযোগে এ কর্ম বিরতি চলছে। আর আমরা আমাদের কাজ করবো না, আমরা সকল কার্যক্রম বন্ধ রেখেছি।

পূর্বপশ্চিমবিডি/এনজে

বেনাপোলে কর্মবিরতি,আমদানি-রপ্তানি বন্ধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close