• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

প্রকাশ:  ১০ জুন ২০২২, ১২:৪৬
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে শিল-পাটা দিয়ে মাথায় আঘাতের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে পল্লী বিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার (২২) ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।

আকবর একই গ্রামের আমির হোসেনের ছেলে। স্বামী-স্ত্রী ৫ মে ঢাকার মিরপুর থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার মণ্ডলের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে আসছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ঘুমন্ত স্ত্রী আকলিমাকে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে। এ সময়ে আকলিমা জেগে উঠলে স্বামী আকবর আলী আবার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনাটি বাড়ির মালিক আনোয়ার মণ্ডল জানতে পেরে আকবর আলীকে আটক করেন। রাতেই খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,স্বামী গ্রেপ্তার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close