• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পারিবারিক কলহের জেরে বৃদ্ধ’র আত্মহত্যা

প্রকাশ:  ১১ জুন ২০২২, ১৬:২০
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে মকবুল হোসেন দুলু (৭২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১০ জুন) রাতে গোয়াল ঘরের বাঁশের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত মকবুল হোসেন উপজেলার মাত্রাই ইউনিয়নের উনিহার গ্রামের বানু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মকবুল হোসেনের দুই স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে। তিনি তার সম্পত্তি প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের কিছু অংশ দলিল করে দেন। কিন্তু দ্বিতীয় পক্ষের সন্তানদের কোনো সম্পত্তি না দেওয়ায় এ নিয়ে মাঝে মধ্যে সন্তানদের সঙ্গে কলহ লেগে থাকতো তার।

শুক্রবার রাতে খাবার খেয়ে মকবুল হোসেন তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। তার ছোট ছেলে মিজানুর রহমান (২৮) রাতে বাবাকে দেখতে না পেয়ে বাড়িতে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে গোয়ালঘরে বাঁশের সঙ্গে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে কালাই থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে বৃদ্ধ মকবুল হোসেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কি কারণে বৃদ্ধ আত্মহত্যা করলো তার পরিবার পরিষ্কারভাবে কিছু বলছে না। এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

পারিবারিক কলহের জেরে,বৃদ্ধ’র আত্মহত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close