• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুলনায় মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ:  ১৪ জুন ২০২২, ১৭:১৬ | আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:২০
খুলনা প্রতিনিধি

খুলনায় মাদক মামলায় মোঃ আব্দুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই মামলার অন্য একটি ধারায় তাকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহমান চর রূপসা বাগমারা এলাকার বাসিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার জাবুসা মোড়ের জৈনক আব্দুল গনির দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে নেভী ব্লু রংয়ের একটি ব্যাগসহ তাকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশী করে ৩২ বোতল ফেনসিডিল, এক বোতল হুইস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয় সে।

এ ব্যাপারে ওইদিন রাতে র‌্যাবের ডিএডি মোঃ নুর ই আলম বাদী হয়ে মাদক আইনের দু’টি ধারায় আব্দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন, যার নং ৭। একই বছরের ৫ ফেব্রুয়ারি রূপসা থানার এসআই এম এ করিম তাকে অভিযুক্তু করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ মাদক মামলায় বিজ্ঞ আদালত মোঃ আব্দুর রহমান নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

মাদক মামলায়,ব্যবসায়ীর,যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close