• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গফরগাঁওয়ে ৬ ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ১৬ জুন ২০২২, ২০:৫৮
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের হাসপাতাল রোডের ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসব জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। এসময় পৌর শহরের হাসপাতাল রোডের ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র ও প্যাথলজিস্ট না থাকায় জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত হক ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, জুবেদা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, ৮৫ ডায়াগনস্টিক ৫ হাজার ও নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল কুদ্দুছ প্রমুখ। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গফরগাঁও থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, পৌর এলাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বপশ্চিম/ তোফায়েল-এনই

গফরগাঁও

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close