• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর লাশ উদ্ধার

প্রকাশ:  ২২ জুন ২০২২, ১৯:০৪
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাবেক স্বাস্থ্যকর্মী ইয়াকুবের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (২২ জুন) সকালে ঘর থেকে ৪শ’থেকে ৫শ’ ফুট দূরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী পুকুরে ইয়াকুবের ভাসমান দেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে মৃত মাছভর্তি থলেসহ তার মরদেহ উদ্ধার করে। এ সময় ইয়াকুবের গায়ে রেইনকোট পরিধান অবস্থায় ছিল। স্থানীয়দের ধারণা, গত মঙ্গলবার বন্যার পানিতে মাছ ধরে বাড়ি ফেরার পথে সাঁকো পাড় হতে গিয়ে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙ্গে নিখোঁজ হন তিনি।

নিহতের পুত্র হেলাল উদ্দিন বলেন, সকালে বাড়ি থেকে অল্প দূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। মরদেহ ফুলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।

দুপুরে নামাজে জানাজা শেষে ইয়াকুবের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

পূর্বপশ্চিম- রানা/এনই

রাউজান,চট্টগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close