• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চলে গেলেন খুলনার সাংবাদিক আব্দুল মতিন

প্রকাশ:  ৩০ জুন ২০২২, ১৭:৩৭
খুলনা প্রতিনিধি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক খুলনা টাইমস্ পত্রিকার বিশেষ প্রতিবেদক সৈয়দ আব্দুল মতিন (৬৮) বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সোয়া ৬ টার দিকে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার জোহর বাদ নগরীর শেখপাড়া আস্তানা জামে মসজিদে মরহুমের জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়ে‌ছে।

প্রসঙ্গত, সৈয়দ আব্দুল মতিন খুলনার সাংস্কৃতিক অঙ্গনের সা‌থেও জ‌ড়িত ছিলেন। বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী, নাট্যপরিচালক, কবিতা আবৃত্তিসহ একজন ভালো সংগঠক ছিলেন তিনি। খুলনা নাট্য নিকেতনের আজীবন সদস্য ছিলেন তিনি।

এদিকে সাংবাদিক সৈয়দ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও দৈনিক খুলনা টাইমস্ পরিবার।

পূর্বপশ্চিম- নাদীর/ এনই

খুলনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close