• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতীবান্ধায় নাশকতা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশ:  ০২ জুলাই ২০২২, ১৯:৪০ | আপডেট : ০২ জুলাই ২০২২, ১৯:৫১
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতা মামলার পালাতক আসামী মেহেদী হাসানকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০২ জুলাই) সকালে মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে শুক্রবার যশোরের অভয়নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের চৌদ্দবাড়ী এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে। এছাড়া সে সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের ভাতিজা। মেহেদী হাসান নাশকতা মামলার আসামী সে দীর্ঘ দিন ধরে পালাতক ছিলেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৮ আগষ্ট হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় একটি নাশকতার ঘটনা ঘটে। সেই ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার পালাতক আসামি মেহেদী হাসান। কাউন্টার টেরিজম ইউনিটের সহযোগিতায় শুক্রবার যশোরের অভয়নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে মেহেদী হাসানকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/তমাল/এআই

নাশকতা,গ্রেপ্তার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close