• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘বিগবস’ কিনলে ফ্রি মিলবে পালসার বাইক

প্রকাশ:  ০৩ জুলাই ২০২২, ১৯:১৮ | আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯:২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রস্তুত করা হয়েছে ‘বিগবস’ নামের একটি ষাড়। এর দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। ১০ ফুট লম্বা, ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার গরুটির ওজন ১ হাজার ৫৫০ কেজি বা ৩৮.৭৮ মণ। গরুর ক্রেতাকে ঈদ উপহার হিসেবে একটি পালসার মোটরসাইকেল উপহার দেবেন গরুর মালিক।

সম্পর্কিত খবর

    ষাড়টির মালিক উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা আফিল উদ্দীন। তিনি পাঁচ বছর আগে গরুটি ক্রয় করেছিলেন। প্রাকৃতিক খাবার ও ফলমূল খাওয়ানোর পর বিশাল আকৃতির এ গরুটি প্রস্তুত করেছেন তিনি।

    গরুর মালিক আফিল উদ্দিন বলেন, আমি কোনো গরু ব্যবসায়ী নই। শখের বসে এলএলসি জাতের গরুটি ক্রয় করেছিলাম এক বছর বয়সে। তারপর এটির পেছনে পাঁচ বছর সময় দিয়েছি। গরুকে মোটাতাজা করার জন্য কোনো প্রকার ওষুধ ব্যবহার করিনি। বিগবসকে খেসারির ডাল, ভুসি, ছোলা, মসুর ডাল ও খুদ খাওয়ানো হয়েছে। আর রাতে আপেল, কলা ও আঙ্গুর খাওয়ানো হয়। এতে গড়ে আমার প্রতিদিন দুই হাজারের বেশি টাকা খরচ হয় তার পেছনে। তার চাল-চলনে নাম রেখেছি বিগবস। প্রতিদিন পাঁচ-সাতশ মানুষ আসেন বিগবসকে দেখতে। এই কোরবানির ঈদে বিগবসকে বিক্রি করব। দাম ৩৫ লাখ টাকা। আর যিনি কিনবেন তার জন্য উপহার হিসেবে দেওয়া হবে একটি পালসার মোটরসাইকেল। এখন পর্যন্ত এটির দাম ২২ লাখ টাকা উঠেছে।

    পূর্বপশ্চিম- এনই

    কোরবানির গরু

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close