• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নওগাঁর রাস্তার মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ:  ০৮ জুলাই ২০২২, ১১:৫৩
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধে ও মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের নির্দেশনায় নওগাঁ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত শহরের কেডির মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোসহ, হেলমেট, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত বেপরোয়া গতিতে গাড়ী চালানোকেই সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারন বলে দাবি করেন।

তিনি আরও বলেন,সম্প্রতি দেখা যাচ্ছে লাইসেন্স বিহীন গাড়ী চালকের কারণে এসব দূর্ঘটনা বেশী ঘটছে এবং ঈদের ঠিক আগে এবং পরে দুর্ঘটনার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। এ অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে এবং উঠতি বয়সী কিছু বেপরোয়া মোটর বাইকারদের দৌরাত্ম কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/রিপন/এআই

নওগাঁ,ভ্রাম্যমাণ আদালত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close