• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২৪ ঘণ্টায় সিলেটে পানিবাহিত রোগে আক্রান্ত ৫০৩

প্রকাশ:  ১৭ জুলাই ২০২২, ১৫:৪০
অনলাইন ডেস্ক

সিলেটে পানিবাহিত নানা রোগে আরও ৫০৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯৫ জনে। রবিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত ৫০৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ হবিগঞ্জ জেলায় ২০০ জন রয়েছেন। সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন সিলেটের ৬৮ জন। এ ছাড়াও মৌলভীবাজারের ১৩৯ জন ও সুনামগঞ্জের ৯৬ জন রোগী আক্রান্ত হয়েছেন। এসব রোগীর মধ্যে ২১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বন্যাকবলিত সিলেট বিভাগে ৪২৮টি মেডিকেল টিম কাজ করছে। তারা সিলেট বিভাগের ৩৯ উপজেলার বন্যাদুর্গত ৩৩ উপজেলায় কাজ করছে।

পূর্বপশ্চিম/ম

সিলেট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close