• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গোপালগঞ্জে ভটভটিতে ট্রেনের ধাক্কা, নিহত ৫

প্রকাশ:  ২২ জুলাই ২০২২, ০৯:২০
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ট্রেনে কাটা পড়ে ঢালাই মেশিনবাহী ভটভটির ৫ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস ( ৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার ( ৪০)।

কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ আলম প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে বলেন, আনুমানিক রাত ১০টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণ কাজে ব্যবহারিত কংক্রিট মিক্সার মেশিনে(ভটভটি) করে আনুমানিক ১৪ জন শ্রমিক উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। এ সময় কাঠামদরবোস্ত রেল ক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সার মেশিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠনোসহ মৃতদেহগুলোর সুরতহাল প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিম/ম

সড়ক দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close