• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন, পাঁচ আসামির দুই দিনের রিমান্ড

প্রকাশ:  ২৬ জুলাই ২০২২, ১৮:৪৫
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আজিম (২৩), মো. নুরুল আবছার বাবু (২২), মো. নুর হোসেন শাওন (২২), মো. মাসুদ রানা (২২) ও সাইফুল ইসলাম (২২)। এদের মধ্যে দুইজন চবির শিক্ষার্থী আর দুইজন হাটহাজারী সরকারি কলেজের।

গত ২৩ জুলাই ঘটনার মূল অভিযুক্ত ছাত্রলীগকর্মী আজিমসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত শনিবার সন্ধ্যায় সাইফুল নামে আরেকজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

এ ঘটনায় হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর চবির দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হেনস্তা করে আসামিরা। তারা ছাত্রীকে বিবস্ত্র করে তিনটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং শারীরিক সম্পর্কে না জড়ালে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই ছাত্রী অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করে। এরপরই নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

পূর্বপশ্চিম- এনই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close