• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মানি লন্ডারিং মামলায় সাবেক মন্ত্রীর এপিএস গ্রেপ্তার

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২২, ২০:৪৪
নিজস্ব প্রতিবেদক
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদের নামে মানিলন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে।

বুধবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র এসআই বিচিত্রা রানী বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

ফোয়াদের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৬ কোটি টাকা মানি লন্ডারিনের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, এ এইচ এম ফোয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করে। এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধ ভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।

ফরিদপুর কোতয়ালী থানার (ওসি) এম এ জলিল বলেন, দায়ের করা এ মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এআই

মানি লন্ডারিং,এপিএস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close