• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণে জড়িত সবাই চিহ্নিত

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২২, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে তিন থেকে চারজন টাঙ্গাইল জেলার বাসিন্দা, বাকিরা বিভিন্ন জেলার। তবে বসবাস করতেন গাজীপুর, চন্দ্রা ও সাভার এলাকায়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে চক্রের অন্যতম সদস্য রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতি ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সবার নাম ও পরিচয় প্রকাশ করেছেন।

পুলিশ বলছে, রাজা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদে এই চক্র এর আগে কোথাও এ ধরনের অপরাধ করেছে কি-না এবং চক্রে মোট কতজন সদস্য রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

জানা যায়, রাজা মিয়া টাঙ্গাইল-চন্দ্রা সড়কে বাস চালাতেন ও শহরের দেওলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। এর আগে, তার নামে কোনও মামলা না থাকলেও জুয়া খেলার অভ্যাস ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘ডাকাতি ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।’

পূর্বপশ্চিমবিডি/এআই

নৈশ কোচে ডাকাতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close