• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পর্যটকে মুখরিত কুয়াকাটা

প্রকাশ:  ১৯ আগস্ট ২০২২, ১১:৫৯
কক্সবাজার প্রতিনিধি

বৈরি আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারো পর্যটক। জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল থেকেই পর্যটকদের আগমন ঘটতে শুরু করে সমুদ্র কন্যা হিসেবে পরিচিত কুয়াকাটায়।

আগত এসব পর্যটকরা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষা মৌসুমে পর্যটকের এমন ভিড়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।

এদিকে আগে থেকেই বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের সঙ্গে থানা পুলিশের তৎপরতারও রয়েছে চোখে পড়ার মতো।

এদিকে সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে ভাঙন দেওয়া সৈকত রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন পর্যটকরা।

নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম বলেন, গতকাল (বৃহস্পতিবার) সকালেই পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। বেশ আনন্দ করছি। পরিবেশটা দারুন লেগেছে। তবে কিছু কিছু স্থান অপরিচ্ছন্ন মনে হয়েছে। ওই স্থানগুলো পরিস্কার পরিচ্ছন্ন করলে সবার কাছেই এই সৈকত আরো ভালো লাগবে।’

টাঙ্গাইলের মির্জাপুর থেকে আসা অপর পর্যটক মানিক মিয়া বলেন, ‘সমুদ্রের বড় বড় ঢেউ সৈকতের বুকে আছড়ে পড়ছে, এই দৃশ্য দেখেই মন ভালো হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে দেখলাম ভাঙন চলছে। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’

কুয়াকাটার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, শুক্রবার (১৯ আগস্ট) বেশি পর্যটকের আগমন ঘটেছে। আমাদের অধিকাংশ হোটেল মোটেল বুকিং রয়েছে। বর্ষা মৌসুমে এত বেশি পর্যটকের আগমন আগে কখনো হয়নি।’

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘বিগত দিনের তুলনায় কুয়াকাটায় বেশি পর্যটকের আগমন ঘটেছে। আগতদের নিরাপত্তা দিতে বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।’

পূর্বপশ্চিম/ম

কুয়াকাটা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close