• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, নিখোঁজ ৩৪ জেলে

প্রকাশ:  ২০ আগস্ট ২০২২, ১৪:৫৮
নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় গত ২৪ ঘণ্টায় ১১টি মাছধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব ট্রলারে থাকা শতাধিক জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। নিখোঁজ জেলেদের ফিরে পেতে আহাজারি করছেন স্বজনরা।

শনিবার (২০ আগস্ট) নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।

তারা জানান, শুক্রবার (১৯ আগস্ট) ভোর থেকে হঠাৎ করেই শুরু হয় ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। সাগরে জাল ফেলে টিকে থাকতে পারছিলেন না জেলেরা। তাই জাল উঠিয়ে কিনারের দিকে আসার পথেই ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ডুবে যায় ১১টি ট্রলার।

দুর্ঘটনার শিকার হয়ে পাড়ে ফেরা জেলেরা জানান, সাগরে অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জন জেলেকে উদ্ধার করা হয়। আরও অন্তত ৩৪ জেলে নিখোঁজ রয়েছেন।

উদ্ধার করা জেলেদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে হাজার হাজার মাছ ধরার ট্রলার কিনারে এসে আশ্রয় নিয়েছে।

পূর্বপশ্চিম- এনই

পূর্বপশ্চিম- এনই

ট্রলার ডুবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close