• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ জেলের লাশের সন্ধান

প্রকাশ:  ২০ আগস্ট ২০২২, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আবু তৈয়ব নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২ জনের লাশ সাগরে ভাসমান অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত ৮টা পর্যন্ত আরও দুজন জেলে নিখোঁজ রয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে বঙ্গোপসাগরের সোনাদিয়ার কাছাকাছি এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এছাড়া সদর উপজেলার খুরুশকুল ইউপি’র আশ্রয়ণ প্রকল্প এলাকার সাগরে অপর দুইজনের লাশ দেখা গেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে কক্সবাজার উপকূলের নাজিরারটেক সংলগ্ন সমুদ্রে এফবি মায়ের দোয়া নামক একটি ট্রলার ডুবির পর দুই দফায় ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে শনিবার বিকেলে তৈয়বের লাশ উদ্ধার করা হয়। অপর দুই লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কক্সবাজারর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর দু্ইজনের লাশ তীরে আনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, নিহত ও নিখোঁজ জেলেদের পরিবারে শোকের মাতম চলছে। তীরে তরি ডুবে যাওয়ায় সর্বত্র শোক বিরাজ করছে।

পূর্বপশ্চিমবিডি/এআই

বঙ্গোপসাগর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close