• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশির ভোটার কার্ডে জন্মস্থান তুরস্ক

প্রকাশ:  ২১ আগস্ট ২০২২, ১৭:৫৩ | আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৭:৫৬
সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে দিয়ে আরও বড় বিপত্তিতে পড়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পৌর শহরের আবু সাঈদ বিপ্লব । তার সংশোধিত এনআইডিতে সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে তুরষ্ক।

বিপ্লব জানান, ‘সব ডকুমেন্ট দিয়ে সংশোধন আবেদন করেছি। সংশোধনের মেসেজ পেয়েছি কোন রকমের ভোগান্তি ছাড়া। তবে উপজেলা নির্বাচন অফিস বলেছে সার্ভার বিভ্রান্তির কারনে এই সমস্যা হয়েছে। আমি নাম সংশোধন করাতে দিয়েছিলাম। সংশোধন হয়ে এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি তুরস্কে জন্মগ্রহণ করেছি!

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সার্ভারের সমস্যার কারনে এটি হয়েছে। ‘জেলা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। ভোক্তভাগী জেলা অফিসে গেলেই দ্রুত সময়ের মধ্যে সঠিক তথ্য সম্বলিত ভোটার কার্ডটি পেয়ে যাবেন।

পূর্বপশ্চিমবিডি/শংকর/এআই

জাতীয় পরিচয় পত্র,সংশোধন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close