• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পেটাল ৩ যুবক

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২২, ১৮:৫৫
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দোকানের পাওনা টাকা আদায়ের তাগিদ দেওয়ায় দোকানীর উপর হামলা ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের মেন্দা গ্রামে দোকানের বাকীর পাওনা টাকা আদায়ের তাগিদ দেওয়ায় সুষেন দাস(৩২) নামের এক হিন্দু দোকানদার যুবকে চড় থাপ্পড় ও দোকানের মালামাল তছনছ করে লুটপাট করে একই এলাকার আব্দুর রহিম, মিলাদ মিয়া ও সারজ আলী নামের ৩ যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের ন্যায় সেদিও দোকানে সিগারেট সহ অন্যান খরচ করে আব্দুর রহিম, মিলাদ মিয়া ও সারজ আলী। খরচ করে টাকা বাকী বলায় সুষেন নগদ পরিশোধের জন্য বলেন ও সাবেক পাওনা টাকা চান। এনিয়ে বাকদন্ডিতা করে এক পর্যায়ে সুষেনের উপড়ে চড়াও হয়ে অর্তকিত হামলা চালায় রহিম, মিলাদ ও সারজ। পরবর্তিতে আহত অবস্থায় দোয়ারা বাজারে সরকারি হসপিটালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ছাতক-দোয়ারা রেঞ্জের এএসপি রণজয় চন্দ্র মল্লিক সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আইনি পক্রিয়াধীন রয়েছে।

পূর্বপশ্চিমবিডি-শংকর দত্ত/ এনই

সুনামগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close