• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুনামগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩ | আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২০
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় প্রতিপক্ষের লাঠিপেটায় নিহত আব্দুল হাসিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপটিলার মৃত আব্দুল জব্বারের ছেলে রাশিদ মিয়া (৫৫) ও তার ছেলে আল আমিন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সীমান্ত এলাকা কড়ইগড়া গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন আব্দুল হাসিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত (২৩আগস্ট) পূর্ব বিরোধের জের ধরে বড়গোপ টিলা সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজনের লাঠি ও বাঁশের আঘাতে ঘটনাস্থলেই নিহিত হন আব্দুল হাসিম। এ ঘটনায় পরেরদিন (২৪ আগস্ট) নিহতের ছেলে মাসুক মিয়া বাদি হয়ে রাশিদ মিয়াসহ ৫জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্বপশ্চিমবিডি/শংকর দত্ত/এআই

​​​​​

সুনামগঞ্জ,হত্যা মামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close