• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেহেরপুরে জোড়া খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জোড়া খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম শহিদুল ইসলাম জানান, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে তৌহিদুল ইসলাম গাংনী উপজেলার নওয়া পাড়ায় বাহাজেলের বাড়িতে অবস্থান করছিলেন। ২০০৫ সালের ৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তারা একটি চৌকির ওপর বসে গল্প করছিলেন। এসময় একদল সন্ত্রাসী বাড়ির ভেতর প্রবেশ করে। তাদের দেখে তৌহিদুল ইসলাম পালিয়ে একটি ঘরে অবস্থান নেয়। সন্ত্রাসীরা তাকে না পেয়ে বাহাজেলকে কুপিয়ে জখম করে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যান। পরদিন গাংনী উপজেলার ধলা গ্রামে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে বাহাজেলকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০০৫ সালে ৭ জানুয়ারি গাংনী থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই আমিনুল ইসলাম। ওই মামলায় ২০০৫ সালের ৮ মে ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দিবস। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে ওই মামলার রায় ঘোষণা করেন বিচারক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যাবজ্জীবন,মামলা,মেহেরপুর,জোড়া খুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close