• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুলনায় সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন ও শিক্ষকের মৃত্যু

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫
খুলনা প্রতিনিধি

খুলনায় সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকের মৃত্যু। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই এলাকার রাস্তা বন্ধ করে দেয়। ফলে উভয়পাশে যানজটের সৃষ্টি হলে পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর হরিণটানা থানাস্থ সাতক্ষীরা খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- রাজবাধ এলাকার মোস্তফা সানার ছেলে বেল্লাল হোসেন সানা ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো: কাউসারের ছেলে হাফেজ মোঃ শরীফ। বেল্লাল হোসেন স্থানীয় একটি মসাজিদের মুয়াজ্জিন ও মো: শরীফ একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে বেল্লাল হোসেন সানা ও হাফেজ মো: শরীফ সকাল সাড়ে ৬ টার দিকে রাজবাধ থেকে হোগলাডাঙ্গা মোড় অভিমুখে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তাদের দু’জনের মৃত্যু হয়। ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা সেখাকার রাস্তা অবরোধ করে রাখে। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখার কারণে দু’পাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা উন্মুক্ত করে দেয় তারা

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: ইমদাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনার পরপর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। তারা হোগলাডঙ্গা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে এখানে স্পীড ব্রেকারের দাবি করে রাস্তা বন্ধ করে দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করেন।

নিহত দু’জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খুলনা,মৃত্যু,শিক্ষক,মুয়াজ্জিন,সড়ক দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close