• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার কক্সবাজারের পালংখালী সীমান্তে গোলাগুলির শব্দ

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

মিয়ানমারের ওপারের গোলার শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ির পর এবার কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত এলাকা কেঁপে উঠল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তঘেঁষা এপারের মানুষের মধ্যে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পালংখালীর আঞ্জুমান পাড়ার সীমান্তে বসবাসকারীরা ভারী অস্ত্র ও গোলার শব্দ শুনতে পান বলে জানিয়েছেন।

সম্পর্কিত খবর

    স্থানীয়দের বরাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

    উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, ‘তুমব্রুর পর এবার উখিয়া পালংখালীর আঞ্জুমান পাড়ার সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্তের মানুষজন যাতে ভয় না পায়, সেজন্য বোঝানো হচ্ছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।’

    ইউএনও ইমরান হোসাইন বলেন, ‘স্থানীয়রা সকালে উখিয়া সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়ার কথা অবহিত করেছে। এখানে সীমান্তের ৩০০ মিটারের ভেতরে প্রায় ১০০ পরিবার রয়েছে। আমরা তাদের খোঁজখবর রাখছি। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

    এদিকে সকাল থেকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তেও গোলাগুলির খবর পাওয়া গেছে।

    মাসখানেক ধরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে উত্তেজনা চলছে। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে মর্টার শেল, গোলাগুলিসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে এপারের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও বাইশফাঁড়ি এলাকার মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close