• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: চাচা-ভাতিজাসহ ৩ জ‌নের মরদেহ উদ্ধার

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৩
কি‌শোরগঞ্জ প্র‌তি‌নি‌ধি

কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ ৩ জ‌নের মৃত‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার সকালে ব্রহ্মপুত্র ন‌দের দনে ব্রিজের কাছ থে‌কে ভাসমান অবস্থায় তাদের মর‌দেহ উদ্ধার ক‌রে ফায়ার সা‌র্ভি‌স।

তারা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬), তার ভা‌তিজা একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭) এবং হোসেনপুর উপ‌জেলার সিদলা তারাপাশা গ্রা‌মের কিতাব আলীর ছে‌লে মো. শামীম।

পু‌লিশ জানায়, বুধবার সকালে ঘটনাস্থল থে‌কে চার কি‌লো‌মিটার দূ‌রে পাগলা নামখাইল এলাকায় চাচা-ভা‌তিজার মরদেহ ভেসে উঠতে দে‌খেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। এর কিছুক্ষণ পর শামী‌মের মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে স্থানীয় আওয়ামী লী‌গের আয়োজ‌নে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

এ দিন নৌকাবাইচ দেখ‌তে গি‌য়ে দুটি নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়। ঘটনার পর থে‌কে তা‌দের উদ্ধা‌রে অভিযান চালা‌চ্ছিল ফায়ার সা‌র্ভিস।

‌হো‌সেনপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা রা‌বেয়া পার‌ভেজ জানান, নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

কিশোরগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close