• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মুন্সিগঞ্জে পৌঁছেছে যুবদলকর্মী শাওনের মরদেহ

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:২০
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকায় নিজ বাড়িতে পৌঁছেছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মরদেহ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। এসময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

জানা যায়, চার ভাই ও এক বোনের মধ্যে শাওন সবার বড়। সৎ মা লিপি বেগমের কাছে বড় হয়েছে শাওন। গত বছর বিয়ে করেছেন। তার আট মাসের সাহাত নামের এক সন্তান রয়েছে। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি পরিবারের লোকজন জানতো না। প্রতিদিনের উপার্জনেই চলতো সংসার শাওনের সংসার।

গত বুধবার মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলকর্মী সাওন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাওন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মুন্সিগঞ্জ,শহীদুল ইসলাম শাওন,মরদেহ,যুবদল,নেতা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close