• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গত ২১ দিনে হারানো, ছিনতাই ও চুরি হওয়া শতাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রফিকুল আলালের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসিপি) উৎপল কুমার চৌধুরী জানান, চলতি সেপ্টেম্বর মাসে আরএমপির ১২ থানা ও মহানগর ডিবি পুলিশকে বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তি সহায়তা করা হয়েছে। সাইবার ইউনিটের এসব সাফল্যের কারণে লোকজন হারানো, ছিনতাই হওয়া অথবা ডাকাতির মাধ্যমে খোয়ানো মোবাইল ফোন পেতে আরএমপির বিভিন্ন থানায় গড়ে ২০টি করে সাধারণ ডায়েরি রেকর্ডভুক্ত করছেন।

থানাগুলো মোবাইল ফোন উদ্ধারে সহায়তার জন্য এসব জিডির তথ্য সাইবার ইউনিটে পাঠিয়েছেন। সাইবার ইউনিট আগে ও পরে হলেও প্রতিটা অভিযোগের সুরাহা করছেন। এছাড়া রাজশাহীর পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও পুলিশ কর্তৃপক্ষ আরএমপির সাইবার ইউনিটের কাছে প্রযুক্তি সহায়তা চেয়ে তথ্য পাঠাচ্ছেন।

এসিপি উৎপল চৌধুরী আরও বলেন, কারো মোবাইল ফোন হারানো গেলে অথবা চুরি বা ছিনতাই হলে তারা যেন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেন। সেক্ষেত্রে দুদিন আগে হোক বা পরে হোক মোবাইল ফোনটি উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী,চুরি,ছিনতাই,মোবাইল,উদ্ধার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close