• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

চীনা নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪১
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ আটক চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের জেল দেয়া হয়েছে।

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ দণ্ডাদেশ দেন।

সম্পর্কিত খবর

    বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ মে দুবাই থেকে চট্টগ্রামে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী চীনা নাগরিক ফ্যান রংগুইয়ের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস।

    ব্যাগে করে চার্জার লাইটের ভেতর লুকিয়ে বারগুলো নিয়ে আসছিলেন রংগুই। জব্দ স্বর্ণের তৎকালীন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা।

    রংগুইকে আটকের পর পতেঙ্গা থানায় কাস্টমসের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। চার মাস পর তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

    ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি রংগুইয়ের বিচার শুরু হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close