• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ধারণক্ষমতা মেনে নদী পারাপার হওয়ার আহ্বান রেলমন্ত্রীর

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮
পঞ্চগড় প্রতিনিধি

করতোয়ার আউলিয়া ঘাটে সেতু নির্মাণ হওয়া পর্যন্ত নৌকার ধারণক্ষমতা মেনে নদী পারাপার হওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত নিহত পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, করতোয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মানুষের জন্য এগিয়ে এসেছে সরকার। উদ্ধার কাজ তরান্বিতসহ সব ধরনের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের বিপদের সময় বিরোধিতার রাজনীতি করবেন না। পারলে বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান।

রেলমন্ত্রী বলেন, করতোয়ার আউলিয়া ঘাটে চলতি ডিসেম্বর অথবা আগামী জানুয়ারির মধ্যে সেতু নির্মাণ কাজ শুরু হবে। এরই মধ্যে বিষয়টির সক্ষমতা যাচাই করে একনেকে বিল পাস হয়েছে। এখন নকশার কাজ চলছে। কাজ শুরু হলেও শেষ হতে আরও দুই বছরের বেশি সময় লাগবে। সেই পর্যন্ত নৌকার ধারণক্ষমতা মেনে নদী পারাপার হবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পঞ্চগড়,রেলমন্ত্রী,আহ্বান,ধারণক্ষমতা,নদী,নূরুল ইসলাম সুজন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close